নয়াপল্টনে চলছে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি

নেতাকর্মীদের গ্রেফতার ও হত্যার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সমাবেশ শুরু হয়। তবে সমাবেশ শুরুর আগে সকাল থেকেই কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। কার্যালয়ের সামনের রাস্তার যান চলাচল ২টা থেকে বন্ধ হয়ে যায়। তবে বিপরীত পাশের রাস্তা বেলা ৩টা পর্যন্ত সচল আছে।

Islami Bank

বিএনপির বিক্ষোভ সমাবেশ শুরুর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ছোট-ছোট মিছিল নিয়ে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন। তারা দলের চেয়ারপার্সন খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম ও মির্জা আব্বাসের মুক্তির দাবিতে স্লোগান দেন।

আরও পড়ুন…বরগুনা জেলায় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

one pherma

কর্মসূচিতে বাড়তি নিরাপত্তায় সেখানে মোতায়েন আছে বিপুল সংখ্যক পুলিশ। নাইটিঙ্গেল মোড়ে ৫০ জনের মতো পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা যায়। পল্টন থানার পরিদর্শক (অপারেশন) হিরন্ময় বারুরী সাংবাদিকদের বলেন, আজ বিএনপির সমাবেশের অনুমতি আছে। তাই বাড়তি পুলিশ মোতায়েন করা হয়নি। একটা সমাবেশের নিরাপত্তার জন্য যে পরিমাণ পুলিশ নিযুক্ত করা হয় সেরকমই আছে।

উল্লেখ্য, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ গ্রেফতার ও আটক সব নেতাকর্মীর মুক্তির দাবি এবং বিএনপি নেতা মকবুলকে পল্টনের সংঘর্ষের সময় ‘হত্যা’র প্রতিবাদে এই কর্মসূচি রাখা হয়।

এই বিক্ষোভ কর্মসূচিতে ঢাকা উত্তর মহানগরের আমানুল্লাহ আমানের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন।

ইবাংলা/জেএন/১৩ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us