চট্টগ্রাম টেস্টে ভারতের কাছে ১৮৮ রানে হারলো টাইগাররা

ক্রীড়াঙ্গন ডেস্ক

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ১৮৮ রানে হেরেছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্ট জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ২৪১ রান। সাকিব-মিরাজের ব্যাটে আশা দেখছিল বাংলাদেশ। কিন্তু বেশিসময় ক্রিজে টিকতে পারেননি মিরাজ। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরতে হয় সাকিবকেও।

Islami Bank

আরও পড়ুন…হাঁড় কাঁপানো শীত আসছে ২৩ ডিসেম্বর থেকে

চতুর্থ দিন শেষে ১০২ ওভারে ৬ উইকেটে ২৭২ রান করেছিলো বাংলাদেশ। টেস্ট জিততে পঞ্চম ও শেষ দিনে ৪ উইকেট হাতে নিয়ে আরও ২৪১ রান করতে হতো বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে জাকির হাসান ১০০, অধিনায়ক সাকিব আল হাসান ৮৪ ও নাজমুল হোসেন শান্ত ৬৭ রান করেন।

one pherma

ভারতের স্পিনার অক্ষর প্যাটেল ৪টি ও কুলদীপ যাদব ৩টি উইকেট নেন। টেস্টের দুই ইনিংসে ভারত যথাক্রমে ৪০৪ ও ২ উইকেটে ২৫৮ রান করে। প্রথম ইনিংসে ১৫০ রান করেছিলো বাংলাদেশ। আগামী ২২ ডিসেম্বর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

ইবাংলা/জেএন/১৮ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us