আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি

আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২উপলক্ষে রাঙ্গামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। থাকব ভালো, রাখবো ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয় গড়ব বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বেলা ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসন।

Islami Bank

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং প্রবাসী কল্যাণ- বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন…রাষ্ট্র সংস্কারের রূপরেখা জানাবে বিএনপি

এবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের বছরে আন্তর্জাতিক অভিবাসী দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা/ অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা।

one pherma

রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। সভায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি পুলিশ পরিদর্শক আফজল হোসেন, জেলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শ্যমল বড়ুয়া।

জেলা প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার দর্পণ চাকমা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তিদে, রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুলের পরিচালক মোঃ নুরুল আফছার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা প্রমূখ।

অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী, খেলাধূলায় কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড় ও একজন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়। আলোচনা সভার আগে শহরের চম্পক নগর এলাকা থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

ইবাংলা/জেএন/১৮ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us