নাটোরে ৪৪ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

নিজস্ব প্রতিনিধি

বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা : এক সূত্রে গাঁথা’ বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ঘটিয়ে মেধাবী জাতি গঠনের লক্ষ্যে নাটোরে ৪৪ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

Islami Bank

সোমবার (১৯ ডিসেম্বর) বেলা ১১ টায় নাটোর সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।

আরও পড়ুন…ফুটবল ইতিহাসে মেসিরই প্রথম জোড়া গোল্ডেন বল

one pherma

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য শিমুল বলেন, দেশের উন্নয়নের জন্যে শিক্ষিত জাতি চাই। এ শিক্ষা হতে হবে যুগোপযোগী এবং বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর। এ শিক্ষাক্রমের প্রবর্তন এবং সম্প্রসারণ করেছে বর্তমান সরকার। এর মাধ্যমে গড়ে উঠবে মেধাবী জাতি, নিশ্চিত হবে দেশের কাংখিত উন্নয়ন।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফরোজা খাতুন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা প্রশাসন আয়োজিত দুই দিন ব্যাপী মেলায় নাটোর সদর উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর প্রকল্প মেলায় প্রদর্শিত হচ্ছে।

ইবাংলা/জেএন/১৯ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us