দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে

ডেস্ক রিপোর্ট

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে জানিয়েছেন আবহাওয়া অফিস। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তিত হতে পারে। সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Islami Bank

সোমবার (১৯ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুমিল্লায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও তেঁতুলিয়ায় ১২ দশমিক ৪, ভোলায় ১২ দশমিক ৫, ঈশ্বরদীতে ১৩ দশমিক ২, বরিশাল ও চুয়াডাঙ্গায় ১৩ দশমিক ৪, রাজারহাট ও নিকলিতে ১৩ দশমিক ৫, যশোরে ১৩ দশমিক ৭ এবং খেপুপাড়ায় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় এসব এলাকায় শীতের তীব্রতা বাড়ছে। ভোর ও মধ্য রাতে কুয়াশাও পড়ছে।

আরও পড়ুন…নাটোরে ৪৪ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

এদিকে বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৮, রাজশাহীতে ১৬ দশমিক ৫, রংপুরে ১৬ দশমিক ০, ময়মনসিংহে ১৪ দশমিক ০, সিলেটে ১৮ দশমিক ৮, চট্টগ্রামে ১৯ দশমিক ০, খুলনায় ১৪ দশমিক ২ এবং বরিশালে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা শ্রীমঙ্গলে ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

one pherma

পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং এর আশপাশের এলাকায় বিরাজমান রয়েছে। এর বাড়তি অংশ উত্তর বাঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

ঢাকায় আজ উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৫ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৬ টা ৩৬ মিনিটে।

ইবাংলা/জেএন/১৯ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us