সোহরাওয়ার্দী উদ্যানে নিশ্ছিদ্র নিরাপত্তার

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। সেখানে তিনি জানিয়েছেন, সম্মেলনকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন…নোয়াখালীতে বিএনপির ১৯ নেতাকর্মি গ্রেফতার

শুক্রবার (২৩ ডিসেম্বর) আওয়ামী লীগের সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে গিয়ে তিনি বলেন, পৃথিবীর সব রাষ্ট্রনেতার মধ্যে আমাদের প্রধানমন্ত্রীর জীবনের ঝুঁকি বেশি। আগেও তার ওপর বেশ কয়েকবার হামলা হয়েছে। তাই সবকিছু মাথায় রেখে আমরা নিরাপত্তাব্যবস্থা সাজিয়েছি।

আইনশৃঙ্খলা নিয়ে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, জঙ্গিদের পক্ষ থেকেও কোনো হুমকি নেই। আমরা ইতোমধ্যেই পালিয়ে যাওয়া ২ জঙ্গির সহযোগীদের অনেককে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

বাকিদেরও দ্রুত গ্রেফতার করতে পারবো। সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরা, ডগ-স্কোয়াড, আর্চওয়ে স্থাপনসহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান গোলাম ফারুক।

ইবাংলা/জেএন/২৩ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us