১০ম বারের মতো আ.লীগের সভাপতি শেখ হাসিনা ,হ্যাটট্রিক সম্পাদক ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে পরিচালনার ভার আবারও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরই দিলেন দলটির কাউন্সিলররা। এ নিয়ে টানা ১০ম বারের মতো সভাপতি নির্বাচিত হলেন শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফেরার পর থেকে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে শেখ হাসিনা।

Islami Bank

এর আগে শেখ হাসিনা ৯ বার দলটির সভাপতির দায়িত্ব পালন করেন। মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪ বার এবং আবদুর রশীদ তর্কবাগীশ ৩ বার আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

বঙ্গবন্ধু ৫ বার, তাজউদ্দীন আহমদ ৪ বার, জিল্লুর রহমান ও সৈয়দা সাজেদা চৌধুরী ৩ বার করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া আব্দুর রাজ্জাক ও সৈয়দ আশরাফুল ইসলাম দুই বার করে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় দলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তাদের নির্বাচিত ঘোষণা করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আবারও নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। এ নিয়ে তিনি তৃতীয় বারের মতো এ পদে নির্বাচিত হলেন। শনিবার ( ২৪ ডিসেম্বর) দলের ২২তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে ওবায়দুল কাদের পুনরায় নির্বাচিত হন।

এর আগে আজ বিকেল ৩টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশনে দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের প্রয়োজনীয় ধারার সংশোধন প্রস্তাব পাস হয়।

one pherma

এর আগে ক‌মি‌টি বিলুপ্ত ষোষণা করেন দলটির সভাপ‌তি শেখ হা‌সিনা। এরপর নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের নির্বাচন ক‌মিশনার হিসেবে দা‌য়িত্ব পালন করেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। সদস্য হিসেবে দা‌য়িত্ব পালন করেন ড. ম‌শিউর রহমান ও শাহাবুদ্দিন চুপ্পু।

জানা যায়, ওবায়দুল কাদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাচ্ছেন বলে সম্মেলনের আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্য হলো।

এবারের সম্মেলন সামনে রেখে তিনি গত দুই মাস জেলায় জেলায় দলীয় কার্যক্রমে অংশ নিয়েছেন। ফলে তার অনুসারীদের ধারণা ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচন ও বিরোধী দলের আন্দোলন মোকাবিলায় সাধারণ সম্পাদক হিসেবে তিনিই থেকে যাচ্ছেন। এছাড়া দলের একটা অংশ চাচ্ছিলেন ওবায়দুল কাদেরই সাধারণ সম্পাদক পদে থাকুক।

ইবাংলা/জেএন/২৪ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us