বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে ব্যাপক উন্নতি হয়েছে: জয়শঙ্কর

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে ব্যাপক উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর। তাদের সঙ্গে আমাদের স্থলসীমান্ত চুক্তি হয়েছে।

Islami Bank

আরও পড়ুন…কর্মীদের সান্ত্বনা দিতেই পারে বিএনপি : তথ্যমন্ত্রী

কীভাবে সফল কূটনীতি একটি শক্তিশালী সম্পর্কের ক্ষেত্রে সরাসরি অবদান রেখেছে এটি তার উদাহরণ। রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় অস্ট্রিয়ার ভিয়েনায় ভারতীয় প্রবাসীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন।

one pherma

বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ে জয়শঙ্কর আরও বলেন, গত এক দশকে প্রকৃতপক্ষে পূর্ব ও উত্তর-পূর্ব ভারত উন্নতি করেছে। এর কারণ হলো, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের বিরাট উন্নতি হয়েছে।

এছাড়া জয়শঙ্কর চীনের সঙ্গে ভারতের সমস্যাকে একটি ‘বড় চ্যালেঞ্জ’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি পাকিস্তান প্রসঙ্গে জানান, ওই দেশটি থেকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের সমস্যা এখনো অব্যাহত রয়েছে। পাকিস্তানের সঙ্গে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের সমস্যা রয়েছে।

ইবাংলা/জেএন/৩ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us