ইবির দুই ইনস্টিটিউটে পরিচালক পদে নিয়োগ

ইবি সংবাদদাতাঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এর পরিচালক পদে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান এবং ইনস্টিটিউট কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক পদে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন নিয়োগ পেয়েছেন।

রবিবার (০৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান (ভারপ্রাপ্ত) এ তথ্য নিশ্চিত করেন।বিজ্ঞতি সূত্রে জানা যায়, নতুন দায়িত্বপ্রাপ্ত পরিচালকগণ আগামী তিন বছর এ দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন…তরুণের পকেটে মাদক ঢুকিয়ে অর্থ আদায়ের অভিযোগ!

আইকিউএসির নতুন পরিচালক অধ্যাপক কাজী আখতার হোসেন বলেন, এ বিষয়ে আমার সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে কিছু জানায় নাই। অবগত না করেই দায়িত্ব দিয়েছে। মনে হয় আমি এ দায়িত্ব নিবো না।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে আইআইইআরের পরিচালক পদটি শূন্য ছিল। দীর্ঘ ৭ মাস পর পরিচালক পেল আইআইইআর। ফলে বিএড, এমএড ও লাইব্রেরী সায়েন্সের ক্লাস শেষ হলেও পরীক্ষা আটকে ছিল।

এ ছাড়া আইআইইআরের অধীনে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলের খন্ডকালীন দুইজন শিক্ষকের ছয় মাস বেতনও বন্ধ ছিল। নতুন পরিচালক নিয়োগ হওয়ায় সংকট কাটবে বলে প্রত্যাশা শিক্ষার্থীসহ আইআইইআরের অফিস কর্মকর্তাদের।

ইবাংলা/জেএন/৮ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us