গলায় ফাঁস দিয়ে এক সচিবের স্ত্রী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে ঢাকা মেডিকেল হাসপাতাল সূত্রে। তার নাম মোসাম্মৎ কামরুন নাহার (৪৪)। নিহতের স্বামীর নাম আবুল কালাম আজাদ। তিনি কর কমিশনার হিসেবে ও কর অঞ্চল-৩ এর সচিব হিসেবে কর্মরত।
সোমবার (০৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর রমনা থানাধীন ইস্টার্ন হাউজিং এর ৪/এ নম্বর একটি বাসায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল তিনটার দিকে মৃত ঘোষণা করে।
গলায় ফাঁস দিয়ে সচিবের স্ত্রীর আত্মহত্যার বিষয়টি বিকেলে নিশ্চিত করেছেন রমনা থানার ওসি আবুল হাসান। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, একজন সচিবের স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে আমরা জানতে পেরেছি ঘটনাস্থলে একজন পুলিশ সদস্যকে পাঠানো হয়েছে। নিহত নারীর স্বামী একজন সচিব এবং কর কমিশনার বলে জানা গেছে।
রমনা থানার ওসি আরও জানান, সে নারী কি কারণে আত্মহত্যা করেছেন তা জানার চেষ্টা চলছে। তবে পরিবারের পক্ষ থেকে এখন কোনো অভিযোগ করা হয়নি।
নিহতের স্বামী আবুল কালাম আজাদ জানান, তিনি খবর পেয়ে বাসায় যান ও তার স্ত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর বেশি জানতে চাইলে তিনি আর কিছু না বলে এড়িয়ে যান।
এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্র জানিয়েছে, সচিবের স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলে পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারে পক্ষ থেকে কিছু জানানো হয়নি। সেই সময় নিহত নারীর স্বামীও ছিলেন
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
ইবাংলা/টিএইচকে
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.