ইবিতে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত

ইবি সংবাদদাতা :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন স্মরণে বঙ্গবন্ধু প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় প্রশাসন ভবন চত্বর হতে উপাচার্যের নেতৃত্বে আনন্দ র‌্যালি বের হয় এবং র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল চত্বরে সমবেত হয়।

Islami Bank

র‌্যালির পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‌্যালে পুষ্পার্ঘ্যর মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

আরও পড়ুন…নোয়াখালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা
এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান উপস্থিত ছিলেন।

এছাড়া, উপস্থিত ছিলেন শাপলা ফোরামের শিক্ষকবৃন্দ, শিক্ষক সমিতির শিক্ষকবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ ইবি শাখা, সাধারণ শিক্ষার্থী, ইবি কর্মকর্তা’সহ প্রমুখ।

এসময় সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য বলেন, আজকের দিনের বাংলাদেশের সত্যি ইতিহাস যদি না জানে মিথ্যার উপর দাঁড়িয়ে ওই সেদিনের পচাত্তরের কুলাঙ্গাররা আজকের ইতিহাস থেকে বিতাড়িত। আজকের দিনের ইতিহাসগুলো নতুন প্রজন্মকে জানান। ইতিহাস বানানো যায় না, ইতিহাস ঐতিহাসিক ভাবে সৃষ্টি হয়।

one pherma

তিনি এ প্রজন্মকে উদ্দেশ্য করে আরও বলেন, আমরা এক ধরণের স্থাপতি। মানুষের আত্মার পরিবর্তনের, চিন্তা পরিবর্তনের স্থাপতি। সেই সত্যের সাথে থেকে আগামী দিনের বাংলাদেশ গড়তে সকলে একত্রে এগিয়ে যাই।

আরও পড়ুন…গণঅবস্থান কর্মসূচি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

উল্লেখ্য, শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

ইবাংলা/জেএন/১০ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us