বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ইবিতে শ্রদ্ধাঞ্জলি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আনন্দ র‌্যালি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা ও দোয়া মোনাজাত পালন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Islami Bank

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে প্রসাশন ভবনের সামনে থেকে আনন্দ র‌্যালি বের হয়। পরে র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এসে শেষ হয়।

আরও পড়ুন…ইবিতে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত

র‌্যালি শেষে ম্যুরালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ ও শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

one pherma

এসময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরিন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিন, শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. মামুনুর রহমান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবর রহমান।

এছাড়াও শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দীকি আরাফাত, সাধারণ সম্পাদক নাসীম আহমেদ জয় সহ বিভিন্ন অনুষদেন ডিন, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

আরও পড়ুন…নোয়াখালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

এসময় বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. শেখ আব্দুস সালাম বলেন, বঙ্গবন্ধু এমন এক অবিসংবাদিত নেতা ছিলেন যার ভাষণ শোনার পর সবার চিন্তা ধারা পরিবর্তন হয়েছিল। তাঁর অলিখিত ডাকে সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধুকে নিয়ে যত বই লিখিত হয়েছে পৃথিবীর অন্য কোনো নেতাকে নিয়ে এতো বই লিখিত হয়নি।

ইবাংলা/জেএন/১০ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us