পীরগঞ্জে সহিংসতার হোতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

ধর্ম অবমাননার ভুয়া অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জে মাঝিপাড়ায় হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনার হোতাদের একজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে র‍্যাব।

শুক্রবার রাতে র‍্যাবের এক বার্তায় জানানো হয়, গ্রেপ্তার তরুণ রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে হামলা ও অগ্নিসংযোগ ঘটনার অন্যতম হোতা।

তবে তার নাম, কোথা থেকে তাকে কখন তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিংবা তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ রয়েছে, সেসব তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি র‍্যাব।

শনিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানায় র‍্যাব।

সম্প্রতি দুর্গাপূজার সময় কুমিল্লার একটি পূজামণ্ডপে কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা শুরু হয়। এরপর গত ১৭ অক্টোবর রাতে ফেসবুকে এক তরুণের ধর্ম অবমাননার অভিযোগ উঠলে পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের অন্তত ২৩টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগ উঠে।

Contact Us