চীন-ইথিওপিয়া সম্পর্কের মধ্যে উন্নয়নের সুযোগ ও বিপুল সম্ভাবনা রয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

১০ জানুয়ারি চীনা পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং ও ইথিওপিয়ার উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ডেমেকের সঙ্গে আদ্দিস আবাবায় সাংবাদিক সম্মেলনে অংশ নেন।

Islami Bank

ছিন কাং বলেন, ইথিওপিয়া প্রভাবশালী আফ্রিকান দেশ ও উন্নয়নশীল দেশ এবং আফ্রিকায় চীনের গুরুত্বপূর্ণ সহযোগী অংশীদার। দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরে আন্তর্জাতিক পরিস্থিতি যতই পরিবর্তন হোক না কেন, চীন ও ইথিওপিয়ার বন্ধুত্ব সবসময় অটুট ও শক্তিশালী রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দু’দেশের নেতাদের নেতৃত্বে চীন-ইথিওপিয়া সম্পর্কের উন্নয়ন উচ্চ পর্যায়ে পৌঁছেছে, বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা অনেক সাফল্য অর্জন করেছে।

আরও পড়ুন…আগারগাঁওয়ে ‘হলিডে মার্কেট’ চালু

ছিন কাং বলেন, ইথিওপিয়া সফরকালে তিনি প্রধানমন্ত্রী আবির সঙ্গে সাক্ষাৎকরেন এবং উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ডেমেকের সঙ্গে বৈঠক করেন। এসময় দু’পক্ষ পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার ও গভীরতর করতে একমত হয় এবং মৌলিক স্বার্থ ও প্রধান উদ্বেগের বিষয়ে পরস্পরকে দৃঢ় সমর্থন দিতে সম্মত হয়।

one pherma

দু’পক্ষ উন্নয়ন কৌশল সমন্বয় করবে ও বাস্তব সহযোগিতা সম্প্রসারণ করবে, আলজেরিয়া-জিবুতি রেলওয়ের মত দু’দেশের ফ্ল্যাগশিপ প্রকল্প এগিয়ে নেবে, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াবে এবং কল্যাণকর সহযোগিতা জোরদার করে অভিন্ন উন্নয়নের অংশীদার হবে। পাশাপাশি বহুপক্ষীয় বিষয়ে সমন্বয় বাড়িয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করবে দু’পক্ষ।

ছিন কাং আরো বলেন, চীন-ইথিওপিয়া সম্পর্কের নতুন উন্নয়নের সুযোগ ও বিপুল সম্ভাবনা রয়েছে। চীন ইথিওপিয়ার সঙ্গে সম্পর্ক উন্নত করে দু’দেশের জনকল্যাণ আশা করে।সূত্র: তুহিনা, চায়না মিডিয়া গ্রুপ( সিএমজি)।

ইবাংলা/জেএন/১৩ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us