এবার বাজারে নিয়ে এলো এরগো স্ট্যান্ডসহ এলজি ডুয়েল আপ মনিটর

ইবাংলা ডেস্ক রিপোর্ট

বাংলাদেশে এলজি মনিটরের একমাত্র অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে নিয়ে এলো এলজির সর্বপ্রথম এরগো স্ট্যান্ডসহ ডুয়েল আপ মনিটর এলজি ডুয়েল আপ ২৮ এমকিউ৭৮০-বি।

প্রায় যেকোনো সিঙ্গেল মনিটর দিয়েই প্রোগ্রামিং, এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশন করা সম্ভব। কিন্তু বেশ কিছু কথা বিবেচনা করে প্রোগ্রামার কিংবা কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে অনেকেই সেকেন্ড মনিটর ব্যাবহার করে থাকেন। আর শুধু এই বিষয়ই নয়, লম্বা সময় ধরে কাজের সময় আরাম ও চোখের কথা বিবেচনাতে রেখেই এলজি ডুয়েল আপ ২৮ এমকিউ৭৮০-বি মনিটরটি।

২৮-ইঞ্চি মনিটরটির ডিসপ্লে রেজোলিউশান এসডিকিউএইচডি (২৫৬০ x ২৮৮০)। ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে ন্যানো আইপিএস প্রযুক্তি এবং ডিসপ্লেটির কালার গ্যামুত ডিসিআই-পি৩৯৮% সঙ্গে এইচডিআর১০। তাই আপনি মনিটরটি ব্যবহারে পাবেন বেস্ট পসিবল ইমেজ কোয়ালিটি এবং একিউরেট কালারের অভিজ্ঞতা।

এলজির এই ইউনিক মনিটরটিতে একটি ইউএসবি-সি পোর্ট, একটি ডিসপ্লে পোর্ট, এবং দুইটি এইচডিএমআই পোর্ট অর্থাৎ সর্বমোট ৪টি ইনপুট সিস্টেম রয়েছে। ইউএসবি-সি পোর্ট দিয়ে ইনপুট ছাড়াও পাচ্ছেন ৯০ ওয়াট পাওয়ার ডেলিভারি আউটপুট। যা ব্যবহার করে এক্সটারনাল ডিভাইস কিংবা ল্যাপটপ চার্জ দিতে পারবেন নিমিষেই।

মনিটরটিতে আরও আছে সঠিক আলোয় সঠিক ব্রাইটনেস দিতে এমবিএয়েন্ট লাইট সেন্সর। এলজি ডুয়েল আপ ২৮ এমকিউ৭৮০-বির বেশ কয়েকটি ইউনিক ফিচার এর মধ্যে একটি হচ্ছে এর উচ্চ-মানের আর্টিকুলেটিং আর্ম। আর্মটি আপনাকে দিবে হরিজেন্টাল কিংবা ভার্টিকাল বা যেকোনো অ্যাঙ্গেলে সুবিধামত পজিশন করে ব্যবহার করার সুবিধা।

আর্টিকুলেটিং আর্ম বা এরগো স্ট্যান্ড ব্যবহার করে ১৬:১৮ অ্যাস্পেক্ট র‌্যাশিওর মনিটরটি ৯০ ডিগ্রি ঘুরিয়ে ১৮:১৬ অরিয়েন্টেশনে নেওয়া যায়। আপনি মনিটরটিকে ওপরে এবং নীচে, বাম এবং ডানে বা ভিতরে এবং বাইরে সরাতে পারবেন। তাছারাও ২৫ ডিগ্রি গতির সঙ্গে এটিকে সামনে বা পেছনে কাত করতে পারবেন।

মনিটরটির আরও দুইটি ইউনিক ফিচার হচ্ছে পিকটার-বাই-পিকচার (পিবিপি) ফিচার এবং বিল্ট-ইন-বিবোর্ড, ভিডিও মনিটর অ্যান্ড মাউস (কেভিএম) ফিচার। পিবিপি ফিচার আপনাকে দেবে একই সঙ্গে দুইটি সোর্স থেকে আউটপুট দেওয়ার সক্ষমতা। অর্থাৎ দুইটি ভিন্ন কম্পিউটার এর কন্টেন্ট দেখতে পারবেন এক স্ক্রিনে।

কেভিএম ফিচার আপনাকে দেবে দুইটি কম্পিউটার সিস্টেম একটিমাত্র কীবোর্ড এবং মাউস দিয়ে পরিচালনা করার সুবিধা। দারুণ সব ফিচার সম্পন্ন এই ইউনিক মনিটরটি কিনতে আজই যোগাযোগ করুন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডে অথবা ভিজিট করুন অনুমোদিত যেকোনো ডিলার হাউজে।

ইবাংলা/জেএন/১৫ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us