বশেমুরবিপ্রবি’তে সরস্বতী পূজা উদযাপন

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় বাণী অর্চনার মধ্য দিয়ে পূজা উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

Islami Bank

আরও পড়ুন…পাগলবেশে থাকা হত্যা মামলার আসামি গ্রেফতার

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে এবং মার্কেটিং, সমাজবিজ্ঞান, কৃষি ও মনোবিজ্ঞান বিভাগের নিজ উদ্যােগে পূজা ও বন্দনা শুরু হয়। পূজা শেষে দুপুর ১টায় প্রসাদ বিতরণের করা হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির পূজা উদযাপন কমিটির আহ্বায়ক গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. শ্রী সমীর চন্দ্র রায় এবং মন্দির কমিটির সভাপতি রসায়ন বিভাগের প্রফেসর শ্রী পার্থ সারথী রায়ের সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান, আরও উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক শ্রী ড.নিশীত কুমার, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক শ্রী তাপস বালা, আইন বিভাগের প্রভাষক শ্রী চয়ন চাকী, বাংলা বিভাগের প্রভাষক তন্বী সাহা সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ।

one pherma

আরও পড়ুন…‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রধান হাতিয়ার ডিজিটাল সংযোগ

উপস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তিনি বলেন, আগামী বছর থেকে সব বিভাগের নিজ উদ্যােগে মাঠে বড় আকারে সরস্বতী পূজো পালন করা হবে, এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে সার্বিক সাহায্য সহযোগিতা প্রদান করা হবে।সবশেষে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় পূজোর কার্যক্রম।

ইবাংলা/হাবিব/২৬-জানুয়ারি

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us