নড়াইলে দু’গ্রপের সংঘর্ষে অন্তত ১২জন আহত

রিন্টু মুন্সী , নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় দু’গ্রæপের সংঘর্ষে অন্তত ১২জন আহত হয়েছেন। আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, নড়াইল সদর হাসপাতাল এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Islami Bank

অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার (৬ ফেব্রæয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মিটু শরিফ কে তাৎক্ষনিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, বাবলু শেখকে নড়াইল সদর হাসপাতালে ও তিলা ফরাজিকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়েছে।

জানা গেছে, অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলার মাউলি ইউনিয়নের তেলিডাঙ্গা গ্রামের আহাদুর খাকী এবং গফফার শেখ’র মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে।

one pherma

এরই জের ধরে সোমবার সকালে আহাদুর খাকী গ্রæপের লোকজন গফফার শেখ’র পক্ষের বাবলু ফকিরকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে মারাতœকভাবে আহত করে । পরে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ১২ জন আহত হয়।

এ বিষয়ে নড়াগাতি থানার ওসি সুকান্ত জানান,সকালে ঘটনার পরপরই পুলিশ মোতায়ের করা হয়েছে । এলাকার পরিস্থিতি এখন শান্ত । বিশৃংখলা সৃষ্টিকারিদের বিরূদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ইবাংলা/ জেএন/ ৬ ফেব্রুয়ারি , ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us