মধুপুরে বাংলা ইশারা ভাষা দিবস শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে। ০৭ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে মধুপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এ দিবসের আয়োজন করে।
মধুপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে অনুষ্ঠিত এ দিবসের আলোচনা সভায় প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুসলিমা আকতার মাসুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সমাজ কল্যাণ অফিসার ইসমাইল হেসেন।
এ সময় বক্তব্য রাখেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট জামালুল করিম, মালাউরী বুদ্ধী প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা নাসরিন ডলি প্রমুখ।
উক্ত আলোচনা সভায় বাংলার ইশারা ভাষার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা হয়। এর আগে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ইবাংলা/ জেএন/ ৭ ফেব্রুয়ারি , ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.