রাজধানীর মিরপুর এলাকার পল্লবীতে একটি বাসায় শুটিংয়ের সময় দগ্ধ হয়েছিলন অভিনেত্রী শারমিন আঁখি (২৭)। তার শারীরিক অবস্থা এখন আগের চেয়ে অনেকটা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসক।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, মিরপুর থেকে দগ্ধ হয়ে আসা শারমিন আঁখির অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো।তিন দিন পর কথা বলেছে এবং অক্সিজেন ছাড়া সে শ্বাস নিতে পারছেন ।
গতকাল অপারেশন থিয়েটারে নিয়ে তার ড্রেসিং করানো হয়েছে। তার শরীরে কোনো জীবাণু আছে কিনা- এজন্য কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে আইসিডিআরবিতে পাঠানো হয়েছে। রিপোর্টগুলো এলে সে অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে।
অভিনেত্রী নিজেই জানিয়েছেন ভালো আছেন, শ্বাসনালীর যে সমস্যা ছিল, এখন তা নেই। গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন তার স্বামী নির্মাতা রাহাত কবির।
তিনি আরও বলেন, আমি ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমার স্ত্রীকে ভালো চিকিৎসা দেওয়ার জন্য। এর আগে অবস্থার অবনতি হলে চার দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দেওয়া হয়।
পরে অবস্থার উন্নতি হলে গতকাল (৭ ফেব্রুয়ারি) আবার হাই ডিপেন্ডেন্সি কেয়ারে দেওয়া হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন, আমার স্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসে।
আরও পড়ুন…২০৩০ সালে বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে
উল্লেখ্য, শনিবার (২৮ জানুয়ারি) দুপুর দুইটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভর্তি করা হয়।
ইবাংলা/ জেএন/৮ ফেব্রুয়ারি , ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.