তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

নিজস্ব প্রতিবেদক

ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১১ হাজার। ভূমিকম্পে নিহত দুই দেশের নাগরিকদের স্মরণেবৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে রাষ্ট্রীয় শোক পালনের কথা জানানো হয়েছিল।

Islami Bank

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।

সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ভবনের (১ নম্বর ভবন) ওপরে অর্ধনমিত জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। গুলিস্তানের জিরো পয়েন্টে জিপিও ভবনেও উঠছে অর্ধনমিত জাতীয় পতাকা। নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

এছাড়া ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত নাগরিকদের রূহের মাগফিরাত কামনায় আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

one pherma

বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থার জন্য সারাদেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ফাউন্ডেশন।

স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। দেশ দুটিতে চলতি শতাব্দির ভয়াবহতম এ ভূমিকম্পে নিহতের সংখ্যা এরই মধ্যে ১৫ হাজার ছাড়িয়েছে।

ইবাংলা/ জেএন/৯ ফেব্রুয়ারি , ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us