টাঙ্গাইলের মধুপুরে নকল ও ভেজাল কৃষি পণ্যের ক্ষতি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ হল রুমে সিনজেনটা নামক কোম্পানি এ সভার আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি জাকির হোসাইন, মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুরা শাম্মী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আক্তার রিভা, তাজমিনুর রাত্রী।
মধুপুর থানার তদন্ত ওসি মুরাদ হোসেন, মধুপুর বিআরডিবির চেয়ারম্যান নূরুল আলম খান রাসেল, মধুপুরের সিনজেন্টা ডিলার শিহাব আলম খান সজীব প্রমুখ।
সিনজেন্টা কোম্পানির আরএসএম কামাল হোসেন,প্রোডাক্ট সিকিউরিটি ম্যানেজার জামাল হায়দার,এসইউএল মো. ইয়াছিন আলী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও বক্তব্যে বলেন, সিজেন্টা বাংলাদেশ কোম্পানির নানা পণ্য চিহ্নিত করার নানা দিক তুলে ধরেন।
তারা ভেজাল কৃষি পণ্যের নানা ক্ষতিকর দিক তোলে ধরে মাঠ পর্যায়ে ভেজাল পণ্য এড়িয়ে আসল ও গুণগত মান কৃষি পণ্য ব্যবহারের করার আহবান জানান। সভায় কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারী,কৃষক, কোম্পানির ডিলার,সাংবাদিকসহ নানা শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইবাংলা/টিএইচকে
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.