বড় দল জাতীয় ভোটে না এলে ফলাফলে ঝুঁকি

ইবাংলা প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন দেশে নির্বাচনকালীন সরকার নিয়ে দুই দলের অনড় অবস্থান দেশের জন্য বিপজ্জনক হতে পারে।

Islami Bank

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, বড় দল জাতীয় নির্বাচনে না এলে ফলাফলে ঝুঁকি তৈরি করবে। বিরোধীদলকে নির্বাচনে আনতে সরকারি দলকে ভূমিকা রাখতে হবে।

আরও পড়ুন…ফুলপরীর কাছে ক্ষমা চাইলেন অভিযুক্তরা

one pherma

হাবিবুল আউয়াল আশা প্রকাশ করেন, আগামী কয়েক মাসের মধ্যে রাজনৈতিক সমঝোতা হতে পারে।

বৈঠকে নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালানাথ খানাল, মালয়েশিয়া থেকে ইউনাইটেড ন্যাশন ওয়ার্ল্ড পিস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মেরিয়েট্টা এরগুইডো রেফরমাডো।

জার্মান থেকে জিবিপি ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর ভলকার ইউ. ফ্রেডরিচ,  ভুটান থেকে গ্লোবাল ভিলেজ কানেকশনের চেয়ারম্যান জেকশন দুকপা, ভারত থেকে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধি মিসেস স্বপ্না সাহা উপস্থিত ছিলেন।

ইবাংলা/টিএইচকে

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us