সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে রংপুরের পীরগঞ্জে রামনাথপুরের তিন গ্রামে হিন্দুদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আরও তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন, শফিকুল ইসলাম (৪০), আশিকুর রহমান (১৯) ও রাজিন ওরফে পলাশ (২৫)।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হলে আদালতের বিচারক ফজলে এলাহী খান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন কোর্ট জিআরও শহিদুল ইসলাম।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পীরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শফিকুল, আশিকুর ও পলাশ নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়। এ নিয়ে এই মামলায় ৬৯ জন গ্রেপ্তার হলেন।
এদিকে মাঝিপাড়ায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ‘মূলহোতা’ সৈকত মণ্ডলকে শৃঙ্খলা ভঙের অপরাধে সংগঠন থেকে বহিষ্কার করেছে রংপুর মহানগর ছাত্রলীগ। মঙ্গলবার সংগঠনের সভাপতি শফিউর রহমান স্বাধীন ও সাধারণ সম্পাদক শেখ আসিফ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিচয় গোপন করে সৈকত কারমাইকেল কলেজ দর্শন বিভাগ শাখার সহ-সভাপতি পদে কৌশলে অনুপ্রবেশ করে। কারমাইকেল কলেজ শাখার তৎকালীন নেতৃবৃন্দ তথ্য গোপন ও দলীয় শৃঙ্খলা ভঙের দায়ে সৈকত মণ্ডলকে সংগঠন থেকে আগেই বহিষ্কার করে। তাই সৈকত মণ্ডলের দায় সংগঠনের হতে পারে না।
গত ১৭ অক্টোবর রাতে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড়করিমপুর, কসবা ও উত্তরপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় ৬৬টি পরিবার।