টাইগারদের ৩২৭ রানের লক্ষ্য দিল ইংল্যান্ড

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে ৩ উইকেটে। শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।

প্রথম ম্যাচের মতো এবারও সাকিব আল হাসানকে দিয়ে বোলিং উদ্বোধন করিয়েছেন তামিম ইকবাল। তবে প্রথম ম্যাচে আরেক প্রান্তে তাসকিন আহমেদ এলেও এবার আনা হয়েছে তাইজুল ইসলামকে।

অবশ্য ২ ওভার পর সাকিবকে সরিয়ে তাসকিনকে এনেছেন তামিম। সপ্তম ওভারে প্রথম ব্রেকথ্রু এনে দেন তাসকিন। তিনি সল্টকে ফিরিয়ে দেন ৭ রানে।

বোলিংয়ে এসে নিজের তৃতীয় ডেলিভারিতেই প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান ডেভিড ম্যালানকে ১১ রানে সাজঘরে পাঠান অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। ৫৪ বলে ৫৮ রানের জুটি গড়েছিলেন রয় ও ম্যালান।

ম্যালান আউট হয়ে যাবার পর নামেন ভিন্স। জেমস ভিন্সকে বেশিক্ষণ টিকতে দিলেন না তাইজুল ইসলাম। ২১তম ওভারে ভিন্সকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করেন তাইজুল। ১৬ বলে ৫ রান করে ফিরেন ভিন্স। ১৩ রানের মধ্যেই ফিরেছিলেন ম্যালান ও ভিন্স।

জেসন রয় ও বাটলার অনেকক্ষণ ব্যাটিং এর পর সাকিবের শিকার হন ১৩২ রান করা জেসন রয়। সাকিবকে সুইপ করতে গিয়ে মিস করে হয়েছেন এলবিডব্লু, আম্পায়ারের সিদ্ধান্ত রিভিউ করারও প্রয়োজন বোধ করেননি। রয় ফিরলেন ১৩২ রান করে। ১২৪ বলের ইনিংসে রয় ১৮টি চারের সঙ্গে মেরেছেন ১টি ছক্কা। বাটলারের সঙ্গে তাঁর জুটিতে উঠেছে ৯৩ বলে ১০৯ রান।

বাটলারের সঙ্গে যোগ দিয়েছিলেন উইল জ্যাকস। জ্যাকসকে ১ রানে ফেরৎ পাঠান তাসকিন।

রয় যাবার পর বাটলার টানছিলেন দলকে। করেছেন ফিফটিও। তবে মিরাজের বলে কট এন্ড বোল্ড হয়ে ফিরে যান ৬৪ বলে ৭৬ রান করে।

মঈন আলি ৪২ রানে ফিরে যান তাসকিনের বলে। শেষ পর্যন্ত ক্রিজে অপরাজিত থাকেন স্যাম কুরান ৩৩ রানে এবং আদিল রশিদ ৬ রানে।।

সব মিলিয়ে ৫০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর দাঁড়ালো ৭ উইকেটে ৩২৬ রান। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ৩২৭ রান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us