ডেঙ্গু: মৃত্যু নেই, হাসপাতালে ১

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের দিন (বৃহস্পতিবার) ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

Islami Bank

শুক্রবার (৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ডেঙ্গু রোগী ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

one pherma

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫২ জন। এরমধ্যে ছাড়প্রাপ্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ৭১২ জন। মারা গেছেন ৯ জন।

উল্লেখ্য, গত বছরে ডেঙ্গুতে ৬২ হাজার ৩৮২ জন আক্রান্ত হয়েছিলেন। এরমধ্যে ২৮১ জনের মৃত্যু হয়।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us