সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত ৬, তদন্ত কমিটি গঠন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন প্রায় ৩০ জন। ইতোমধ্যে এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

Islami Bank

শনিবার (৪ মার্চ) স্থানীয় জেলা প্রশাসকের অফিস থেকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ছোট কুমিরা নামক এলাকায় এ ঘটনা ঘটে। পরে নয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস।

চট্টগ্রামের কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আগুন লাগার সংবাদে ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টা খানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণে এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া প্রায় ৩০ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতদের অনেকের হাত-পা বিছিন্ন হয়ে গেছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি।

one pherma

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us