গুলিস্তানে বিস্ফোরণ: হতাহতদের ২৭ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের মধ্যে এখন পর্যন্ত মোট ২৭ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে ঢাকা জেলা প্রশাসক। এর মধ্যে ১৬ জন নিহতের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা ও আহত ১১ জনকে ২৫ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ।

রহমত উল্লাহ বলেন, বিষয়টি অনেকে অবগত না বিধায় অনেকে আসছে না। আমরা হতাহতদের পরিবারের মোবাইল ফোন নম্বর যোগাড় করে তাদেরকে কল দিয়ে আসতে বলছি।’

প্রশাসনের এই কর্মকর্তা জানান, একজন আহত অবস্থায় থাকা পর্যন্ত ঢাকা মেডিকেলের সামনে আমাদের এই সহায়তা বুথ থাকবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহতদের খাদ্য, চিকিৎসা ও যাতায়াতবাদ সব ধরনের সহায়তা করবে ঢাকা জেলা প্রশাসন।

এর আগে গুলিস্তানের বিস্ফোরণে হতাহতদের সহায়তার জন্য ঢামেকের জরুরি বিভাগের সামনে ঢাকা জেলা প্রশাসকের বুথ খোলা হয়। এখান থেকে আহত ও নিহতদের সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ ও সহায়তা দেওয়ার ঘোষণা দেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

সহায়তা বুথ থেকে নিহতদের ৫০ হাজার টাকা, গুরুতর আহতদের ২৫ হাজার টাকা ও সামান্য আহত ১৫ হাজার নগদে দেওয়া হচ্ছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us