তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

 

Islami Bank

আইনসভার আনুষ্ঠানিক ভোটে জয়লাভ করে তৃতীয় মেয়াদের মতো চীনের প্রেসিডেন্ট হয়েছেন শি জিনপিং। শুক্রবার তিনি এই পদ নিশ্চিত করেন। খবর সিএনএনের।

আরও পড়ুন: স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ ব্যক্তি-প্রতিষ্ঠান

বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের আইনসভায় ২ হাজার ৯৫২ ভোট পেয়ে শি জিনপিং পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট পদের জন্য পুনঃনিযুক্ত হন।

৬৯ বছর বয়সী শি জিনপিং গত কয়েক দশকের মধ্যে চীনের সবচেয়ে প্রভাবশালী নেতা। তার পুনঃনিয়োগ শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা ছিল।

one pherma

চীনে প্রেসিডেন্টের পদ মূলত আনুষ্ঠানিক পদ। সত্যিকারের ক্ষমতা পার্টি ও সেনাবাহিনীর প্রধানের। দুটি পদই শি ধরে রেখেছেন। গেল অক্টোবরে অনুষ্ঠিত কংগ্রেসে তিনি কমিউনিস্ট পার্টির প্রধান নির্বাচিত হন।

পার্টিতে শি এর বিশ্বস্ত নেতা লি কিয়াংকে শনিবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: জন্মহার বাড়াতে বিয়ের খরচ কমাচ্ছে চীন

২০১৮ সালে চীনের আইনসভা এক আনুষ্ঠানিক ভোটে প্রেসিডেন্টের মেয়াদসীমা বিলুপ্ত করা হয়। এর মধ্য দিয়ে শিয়ের জীবনব্যাপী শাসন নিশ্চিত হয়।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us