রাজধানীসহ দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায়। শুক্রবার (১০ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী ৩ দিনের আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন>> ১৯ বছরের সংসার ভেঙে গেলো অভিনেত্রীর

আবহাওয়া অফিস জানায়, ঢাকায় শুক্রবার (১০ মার্চ) পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিলো ৫৪ শতাংশ।

এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে কোনো সতর্কবাণীর কথা উল্লেখ করা হয়নি। তাই কোনো সতর্ক সংকেতও দেখাতে হবে না।

আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর আগের দিন বৃহস্পতিবার (৯ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো কক্সবাজারে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন>>কুকুরকে বিয়ে করলেন অভিনেত্রী!

শুক্রবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এবং আগামীকাল (শনিবার) সূর্যোদয় হবে ভোর ৬টা ১২ মিনিটে। বাসস

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us