আমরা জিতলে জিতে যায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদকঃ

ঘরের মাঠে সিরিজ খেলার আগে ইংল্যান্ডের বিপক্ষে একটিই টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এবার প্রথমবারের মতো তাদের বিপক্ষে সিরিজ খেলে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এর আগে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ; এবার হারাল ইংল্যান্ডকে। প্রসঙ্গটি আসতেই সংবাদ সম্মেলনে আসা মিরাজ বলেছেন, সব জয়ই তাদের কাছে সমান। তার বিশ্বাস, ক্রিকেট দল জিতলে জিতে যায় বাংলাদেশই।

Islami Bank

‘কারণ দিনশেষে, জিতছে কে? বাংলাদেশ। আমরা সবাই জিতেছি, এটা কিন্তু একটা আনন্দের বিষয়। আজকে দেখেন সবাই কিন্তু অনেক খুশি। আপনারা যারা আছেন খুশি, আমরা খুশি, ম্যানেজম্যান্ট খুশি, সারা বাংলাদেশের মানুষ; সবাই খুশি। কারণ আমরা বাংলাদেশ ম্যাচ জিতেছি। আমরা যদি জিতি, বাংলাদেশই জেতে। অস্ট্রেলিয়ার সঙ্গে জিতলে বাংলাদেশ জিতে, নিউজিল্যান্ডের সঙ্গে জিতলেও বাংলাদেশ জেতে। অবশ্যই বড় দলের সঙ্গে হলে অবশ্যই আরও ভালো লাগে। ’

আরও পড়ুন…বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

one pherma

তবে বড় দলকে হারালে আনন্দ আলাদা, মানছেন মিরাজও। তিনি বলেছেন, ‘আপনি যেটা বললেন, সব দলের সঙ্গে জিতেছি, অস্ট্রেলিয়াকে হারিয়েছি, নিউজিল্যান্ডকে হারিয়েছি। প্রতিটা দলের সঙ্গে আমরা সিরিজ জিতেছি, শুধু একটা মাত্র দল ছিল যাদের আমরা রিচ করতে পারিনি, সিরিজ জিততে পারিনি; সেটা হলো ইংল্যান্ড। আজকে টি-টোয়েন্টি আমরা জিতেছি, খুবই ভালো লেগেছে। এখন আমরা বলতে পারব সব দলকে হারিয়েছি ও সিরিজ জিতেছি সব দলের সঙ্গে। ’

ইবাংলা/এইচআর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us