অস্কারে সেরা অভিনেতা ‘দ্য মামি’ ট্রিলজির ব্রেন্ডন ফ্রেজার

নিজস্ব প্রতিবেদকঃ

এবার সেরা অভিনেতার অস্কার জিতে নিয়েছেন জনপ্রিয় মার্কিন-কানাডিয়ান অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার। অন্যদিকে সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন মালয়েশীয় অভিনেত্রী মিশেল ইয়ো। বাংলাদেশ সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৫তম আসরে এ পুরস্কার ঘোষণা করা হয়।

Islami Bank

আরও পড়ুন… মা হারালেন বলিউড নায়িকা মাধুরী দীক্ষিত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউড ডলবি থিয়েটারে বসে হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের আয়োজন অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসর। সেরা অভিনেত্রীর পাশাপাশি এবার সেরা পরিচালক ও পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা-অভিনেত্রীর অস্কারও জিতে নিয়েছে ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’।

one pherma

এবার একাডেমি অ্যাওয়ার্ডস উপস্থাপনা করেন জনপ্রিয় মার্কিন উপস্থাপক ও কমেডিয়ান জিমি কিমেল। এ নিয়ে তৃতীয়বারের মতো হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের এই আয়োজন উপস্থাপনা করেন তিনি।

ইবাংলা/এইচআর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us