লা লিগায় বার্সেলোনার জয়ের রথ যেন থামছেই না

নিজস্ব প্রতিবেদকঃ

লা লিগায় বার্সেলোনার জয়ের রথ যেন থামছেই না। নাটক বা সহজ জয় যেভাবেই হোক জয় বার্সার কোটেই। নিজেদের জয়রথে রিয়ালের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে রয়েছে জাভি হারনান্দেজের দল। গতরাতের ম্যাচের ৮৮ মিনিটের ঘটনা; বার্সা এগিয়ে ১-০ গোলে। সেই সময়ে ইনিয়াকি উইলিয়ামসের গোলে সমতা। উল্লাসে মতালেন বিলবাওয়ের সমর্থকেরা। ২ মিনিট পরেই অবশ্য বদলে গেল সব। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) জানাল গোলের বিল্ডআপে বিলবাওয়ের ইকার মুনিয়াইনের হাতে লেগেছে বল। গোল বাতিল।

Islami Bank

আরও পড়ুন… আমরা জিতলে জিতে যায় বাংলাদেশ

এরপর যোগ হল বাড়তি ৭ মিনিট। যোগ করা সেই সময়ের তৃতীয় মিনিটে আবারও নাটক। কীভাবে কীভাবে যেন বার্সেলোনা বেঁচে গেল গোল খাওয়া থেকে। দুবার হয় হয় করেও গোল হলো না। একবার বার্সার ডিফেন্ডাররা ও পরেরবার গোলরক্ষক মার্ক–আন্দ্রে টের স্টেগেন গোল লাইন থেকে বাঁচালেন দলকে। এর আগে বার্সার একমাত্র গোলেও অবদান ভিএআরের। ভিএআরের সঙ্গে আলোচনা করেই যে অফসাইডে বাতিল হওয়া রাফিনিয়ার গোলটি ফেরত দিয়েছিলেন রেফারি। ১–০ গোলের জয়ে নিকটতম দল রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে থেকেই সপ্তাহটা শেষ করল ২৫ ম্যাচে ৬৫ পয়েন্ট পাওয়া বার্সেলোনা। সমান ম্যাচে রিয়ালের পয়েন্টে ৫৬।

one pherma

প্রথমার্ধের দুবার গোলের খুব কাছে গিয়েছিল বিলবাও। দারুণ এক সেভে ইনিয়াকি উইলিয়ামসকে গোল করতে দেননি বার্সা গোলরক্ষক মার্ক–আন্দ্রে টের স্টেগেন। ৩২ মিনিটের এই ঘটনার পরের মিনিটেই রাউল গার্সিয়ার হেড ক্রসবারে প্রতিহত হয়।

ইবাংলা/এইচআর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us