লিবিয়ার উত্তর উপকূলে ভূমধ্যসাগরে আবারও নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৩০ জন। এক বিবৃতিতে কোস্টগার্ড জানিয়েছে, বাণিজ্যিক দুইটি জাহাজ ও ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত বাহিনী ফ্রনটেক্স আকাশ পথে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
আরও পড়ুন…ইমরান খানের সমাবেশকে ঘিরে লাহোরে ১৪৪ ধারা জারি
এর আগে বেশ কিছু সূত্রের বরাত দিয়ে মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস চ্যারিটি টুইট বার্তায় জানায়, ইতালির দিকে যাত্রা করা নৌকাটি বেনগাজির প্রায় ১৭৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে ডুবে যায়। তাছাড়া অ্যালার্ম ফোন নামের অন্য একটি চ্যারিটি সংস্থা ওই নৌকাটি সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করেছিল। এটিতে ৪৭ জন অভিবাসনপ্রত্যাশী ছিল।
কয়েকদিন আগে সমুদ্র থেকে উদ্ধার করে এক হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে ইতালির উপকূলে নিয়ে আসা হয়। এর আগে দেশটির কোস্টগার্ড তিনটি নৌকায় উদ্ধার অভিযান পরিচালনা করে। কারণ ওই নৌকাগুলো উত্তল সমুদ্রে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।
ইবাংলা/এইচআর, ১৩ মার্চ, ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.