অস্কারের ৯৫তম আসর: সেরা অভিনেত্রী মিশেল ইও

অস্কারের ৯৫তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন মিশেল ইও। অস্কারের সেরা ছবি ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেলেন তিনি।

Islami Bank

একজন নারীকে কেন্দ্র করে অ্যাডভেঞ্চারধর্মী এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে, যিনি মাল্টিভার্সের মাধ্যমে নিজের বিভিন্ন সংস্করণ খুঁজে বেড়ান।

আরও পড়ুন: অর্থ আত্মসাতের অভিযোগ: সাবেক স্পিকার জমির উদ্দিনকে ২৭ লাখ টাকা জরিমানা

one pherma

চলচ্চিত্রের সবচেয়ে অভিজাত পুরষ্কার অস্কার। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ডলবি থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয়েছে বাংলাদেশ সময় সোমবার (১৩ মার্চ) ভোর ৬টায়। এবারের অস্কার সঞ্চালনা করছেন জিমি কিমেল।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us