টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে মেটা বাজারে আনছে নতুন অ্যাপ

টুইটারের মতনই এবার আরও একটি প্লাটফর্ম আনছে মেটা। ফেসবুকের প্যারেন্ট সংস্থা সম্পর্কে এমন খবরই উঠে এসেছে সম্প্রতি। আর এই নতুন প্লাটফর্মের রূপরেখার সঙ্গে অনেকটাই সাদৃশ্য থাকবে জার্মান ডেভেলপারের তৈরি সোশ্যাল প্লাটফর্ম মাস্টডনের। মেটার এক মুখপত্রের তরফে ‘দ্য ন্যাশনালকে’ টেক্সট শেয়ারিং আপডেটের ব্যাপারে এমনটাই জানানো হয়েছে।

Islami Bank

আরও পড়ুন: ইংলিশদের বাংলাওয়াশ: টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

ইন্সটাগ্রাম ব্রান্ডের নামেই এই প্লাটফর্মকে লঞ্চ করার কথা রয়েছে। ইন্সটাগ্রামের লগইন আইডির প্রোফাইল ব্যাবহার করে চালানো যাবে এই ওপেন সোর্স টেক্সট অ্যাপ। জানুয়ারিতে ইন্সটাগ্রামে মোট ফলোয়ারের সংখ্যা ছিল ২ বিলিয়নের কাছাকাছি। এর পাশাপাশি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২.৯৩ বিলিয়ন এবং ২ বিলিয়নের কাছাকাছি। তার থেকে টুইটার ব্যবহারের সংখ্যা অনেকটাই কম। ৫৫৬ মিলিয়নের কাছাকাছি।

one pherma

আরও পড়ুন:ডিএনসিসিকে ১৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

P92 এই কোড নামে টেক্সট ম্যাসিজিং অ্যাপ তৈরির কাজ চালু রয়েছে বলে জানা গেছে। তবে এই অ্যাপ কবে তা লঞ্চ করবে তা এখনও জানা যায়নি।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us