শ্রমিক লীগের কমিটি বিলুপ্ত হলেও উঠেছে কমিটি বাণিজ্যের অভযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরসহ দেশের কয়েকটি জেলার ও মহানগরের জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটি কেন্দ্র থেকে বাতিল করা হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নানের স্বাক্ষরিত দুই পাতার একটি নোটিশে বেশ কিছু জেলা উপজেলা ও মহানগর কমিটি বাতিল করা হয়। তবে, কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলেও, কমিটি বেচাকেনার অভিযোগ রয়েছে লক্ষীপুরসহ অনেক জেলা উপজেলা ও মহানগরে।

আরও পড়ুন…জামায়াতের আমির ও নোমান গ্রুপের চেয়ারম্যানের বৈঠক

দলীয় এবং একাধিক সূত্র থেকে জানা গেছে, লক্ষ্মীপুর জেলা কমিটি বাতিল হওয়ার পরও বিলুপ্ত লক্ষ্মীপুর কমিটির আহবায়ক ইউসুফ পাটোয়ারী এবং সদস্য সচিব বেল্লাল ক্বারীর বিরুদ্ধে কমিটি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগের সূত্র বলছে ইউসুফ পাটোয়ারী আর বেল্লাল ক্বারীর এসব কমিটি বাণিজ্যে সক্রিয়ভাবে সহযোগিতা করে যাচ্ছেন যুগ্ম আহ্বায়ক আবু সিদ্দিক মুন্না এবং আনোয়ার হোসেন কিরন নামে দুই ব্যক্তি।

এছাড়াও রামগতি উপজেলার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন (ইয়াবা কারবারি) নামে পরিচিত এবং চন্দ্রগঞ্জ থানার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ইউসুফ পাটোয়ারী-বেল্লাল ক্বারীর কমিটি বাণিজ্যের টাকা কালেকশনের সহযোগিতা করেন।

সূত্রমতে জানা গেছে রামগতি উপজেলা শ্রমিক লীগের সভাপতি জামাল উদ্দিন ও (ইয়াবা কারবারি) জোবায়ের হোসেন কাছ থেকে কমিটি দেওয়ার কথা বলে ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এই অসাধু ব্যক্তিরা। একাধিক সূত্রের অভিযোগে জানা গেছে (ইউসুফ- বেল্লাল) বাহিনীর প্রধান হিসেবে কাজ করছেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কে, এম আযম খসরু এবং লক্ষ্মীপুরের সন্তান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহাব উদ্দিন।

আরও পড়ুন…রাজউকের আতঙ্ক পিস্তল সোহাগ! (পর্ব)২

এর আগে কে, এম আযম খসরু এবং সহ-সভাপতি শাহাব উদ্দিনের বিরুদ্ধে ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করার অভিযোগ বেশ কিছু জাতীয় দৈনিক ও অনলাইনে খবর প্রকাশ হয়।

পূর্বে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী একটি সভায় দেশের যেসব জেলায় আহবায়ক কমিটি রয়েছে সবগুলো কমিটি বাতিল করা হয়েছে। সংগঠনকে গতিশীল করতে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে কার্যকরী ভূমিকা রাখতে বলা হয়েছে। বৈঠকে আহবায়ক কমিটি বাতিলের চিঠিতে কেন্দ্রীয় কমিটির ২৮ নেতা স্বাক্ষর করেছেন।

বিলুপ্ত লক্ষ্মীপুর কমিটির আহবায়ক ছিলেন ইউছুফ পাটওয়ারী, সদস্য সচিব বেলাল হোসেন ক্বারী ও যুগ্ম-আহবায়ক শফিউল আজম চৌধুরী সুমন, মামুনুর রশিদ ভূঁইয়া, নজরুল ইসলামসহ ১৪ জনকে যুগ্ম-আহবায়ক করে ৩৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গেল বছর ১৭ নভেম্বর কেন্দ্রীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর কুতুব আলম মান্নান, সাধারণ সম্পাদক কেএম আযম খসরু লক্ষ্মীপুর আহবায়ক কমিটির অনুমোদন দেয়।

লক্ষ্মীপুর জেলা শ্রমিকলীগ নেতা ইউছুফ পাটওয়ারীর কাছে এসব বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ১১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকসহ আমি প্রোগ্রাম করেছি। আমাদের কমিটি যৌথ স্বাক্ষরে হয়েছে। ৩ ফেব্রুয়ারি আহবায়ক কমিটিগুলো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি এককভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।

আমাদের কমিটির মেয়াদও শেষ হয়নি। যেহেতু যৌথ স্বাক্ষরে তার নেতৃত্বাধীন কমিটি হয়েছে সেহেতুর সভাপতি একক সিদ্ধান্তে (লক্ষ্মীপুর) এ কমিটি বাতিল হয়নি বলে দাবি করেন তিনি। অর্থের বিনিময় কমিটি দেওয়ার বিষয়ে অস্বীকার করেন এবং বলেন এসব আমার বিরুদ্ধে একটি স্বার্থঅন্বেষী মহল ষড়যন্ত্র করছে।

আরও পড়ুন…দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা

কমিটি বাণিজ্য করার অভিযুক্ত বিলুপ্ত লক্ষ্মীপুর শ্রমিক লীগের কমিটির সদস্য সচিব বেল্লাল কারীর সঙ্গে এ বিষয়ে জানতে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সভাপতির একক সিদ্ধান্তে কোন কমিটি বাতিল হতে পারে না। অর্থে বিনিময় কমিটি দেওয়ার বিষয়েও তিনি অস্বিকার করেন।

এদিকে, কেন্দ্রীয় শ্রমিক লীগের দপ্তর সম্পাদক এটিএম ফজলুল হক বলেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিক লীগের সকল আহবায়ক কমিটি বাতিল করা হয়েছে। খুব শিগগিরই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি করা হবে।

ইবাংলা/ বায়েজীদ, ১৫ মার্চ, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us