বামনা উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত জানালেন ইউএনও

গোলাম কিবরিয়া, বরগুনা প্রতিনিধি:

বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে বরগুনার বামনা উপজেলার সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুইশতক জমিসহ ঘর প্রদান করা হয়েছে। এর ফলে বামনা উপজেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত হচ্ছে। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলার একমাত্র ভূমিহীন মুক্ত উপজেলা হিসাবে বামনাকে ঘোষনা করবেন। বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদার সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে এ বিষয়টি অবহিত করেন।

আরও পড়ুননির্বাচনকে ভয় পায় বলেই ষড়যন্ত্রের পথে বিএনপি: তথ্যমন্ত্রী

সোমবার (২০ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বামনা উপজেলায় মোট ২৫৯ টি ভূমিহীন পরিবারকে ঘর ও জমি দেওয়া হয়েছে। আগামী ২২ মার্চ বামনা উপজেলাকে প্রধানমন্ত্রীশেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে গৃহহীন ও ভূমিহীন মুক্তঘোষনা করবেন। তিনি আরো জানান, বামনা উপজেলায় ইতিমধ্যে প্রথম পর্যায়ে ১৭টি, ২য় পর্যায়ে ৪০টি, ৩য় পর্যায়ে ২০২টি মোট ২৫৯ টি পরিবারকে গৃহ বরাদ্দদেওয়া হয়েছে।

ইবাংলা/এইচআর /২০ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us