ভুটানের জালে বাংলাদেশের মেয়েদের গোলবন্যা

ইবাংলা ডেস্কঃ

সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে রীতিমতো গোল বন্যায় ভাসিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। সোমবার (২০ মার্চ) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ৮-১ গোলের জয় তুলে নেয় বাংলাদেশ।

Islami Bank

আরও পড়ুনবঙ্গবন্ধু কাবাডিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ

one pherma

এবারের টুর্নামেন্টে কে সেরা সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া মুশকিল। কারণ, বেশির ভাগ দলই একে অপরের অচেনা। ভারত, রাশিয়া সম্পূর্ণ আনকোরা একটা দল নিয়ে বাংলাদেশে এসেছে। ওদের টার্গেট অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ। তবে ভারতের কোচ মনে করেন, আসরে বাংলাদেশই ফেভারিট।  ভুটানের বিপক্ষে জয় দিয়েই লাল-সবুজের প্রতিনিধিদের সাফ মিশন শুরু হয়। পাঁচ দল নিয়ে আয়োজিত এই আসরে দক্ষিণ এশিয়ার দল বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে অংশ নিচ্ছে ইউরোপের রাশিয়াও।

ইবাংলা/এইচআর /২১ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us