আন্তর্জাতিক আদালত উড়িয়ে দেওয়ার হুমকি!

আন্তর্জাতিক ডেস্কঃ

প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিয়েছে রাশিয়া। এই হুমকিতে উদ্বেগ প্রকাশ করেছে আইসিসি। রাশিয়ার সাবেক রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ বলেছিলেন, ‘উত্তর সাগরে থাকা রাশিয়ান জাহাজ থেকে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কল্পনা করা সম্ভব। ’

Islami Bank

আরও পড়ুন…রমজানে মুসলিমদের শুভেচ্ছা জানালেন বাইডেন

তিনি যোগ করেন, সবাই সৃষ্টিকর্তা ও রকেটের অধীনে আছে সতর্কতার সঙ্গে আকাশের দিকে তাকান। রাশিয়ার এমন হুমকির পর উদ্বেগ প্রকাশ করে বুধবার এক বিবৃতি দিয়েছে আইসিসি। সংস্থাটি জানিয়েছে, তারা এসব ‘হুমকিতে চিন্তিত।
বিবৃতিতে বলা হয়েছে, আইনের অধীনে নিষিদ্ধ কাজগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টাকে বাধা দেওয়ার এই প্রচেষ্টাগুলোর জন্য আমরা অত্যন্ত ব্যথিত।

one pherma

এতে আরও বলা হয়, আন্তর্জাতিক অপরাধ আদালতে গুরুতর আন্তর্জাতিক অপরাধের বিচার হয়ে থাকে। এটি শেষ অবলম্বনের একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। আমরা সব রাষ্ট্রকে তাদের বিচার বিভাগীয় ও বিচার বিভাগীয় স্বাধীনতাকে সম্মান করার আহ্বান জানাই।

ইবাংলা/এইচআর /২৩ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us