পেশাদার ফুটবলকে বিদায় বললেন মেসুত ওজিল

ক্রীড়া প্রতিবেদকঃ

অভিমানে জার্মান ফুটবলকে বিদায় বলে দিয়েছিলেন আগেই। এবার প্রফেশনাল ফুটবল থেকেও অবসর নিয়ে নিলেন তুর্কি বংশোদ্ভূত জার্মানির তারকা ফুটবলার মেসুত ওজিল। ৩৪ বছর বয়সেই বুটজোড়া তুলে রাখলেন আর্সেনাল ও রিয়াল মাদ্রিদের সাবেক এই প্লেমেকার। বুধবার (২২ মার্চ) এক টুইটবার্তায় ওজিল নিজেই ফুটবল থেকে অবসরের খবরটি জানালেন। লিখেছেন, অনেক ভাবনা-চিন্তার পর আমি পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা করছি।

আরও পড়ুন…সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ

প্রায় ১৭ বছর ধরে পেশাধার ফুটবলে বিচরণ করেছেন ওজিল। তবে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ফুটবলকে বিদায় জানালেন তিনি। বিদায়ী ঘোষণায় মধুর মধুর স্মৃতির জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

অবসরের ঘোষণা দিয়ে ওজিল বলেন, ‘চিন্তা-ভাবনার পর আমি পেশাধার ফুটবল থেকে অবসর ঘোষণা করছি। প্রায় ১৭ বছর এই অঙ্গনে বিচরণ করেছি। দারুণ এ সুযোগের জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু ইনজুরির কারণে সম্প্রতি মনে হলো ফুটবলের বড় মঞ্চটা ছেড়ে দেয়ার সময় হয়েছে। যাত্রাটা আমার জন্য দারুণ ছিল, যা অবিস্মরণীয় স্মৃতি ও আবেগে পূর্ণ।’ যে ক্লাবগুলোর হয়ে খেলেছেন, ওজিল তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন, ‘আমি শালকে, ব্রেমেন, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, ফেনারবাচ ও বাসাকসেহিরকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাই যারা আমার কোচ ছিলেন, ধন্যবাদ আমার সতীর্থ ও বন্ধুদের প্রতিও।’

৩৪ বছর বয়সী ওজিল জার্মানির দুই ক্লাব শালকে ও ব্রেমেনের অধ্যায় শেষে ২০১০ সালে যোগ দেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে। সেখানে দুর্দান্ত তিনটি মৌসুম কাটিয়ে আর্সেনালে যোগ দেন তিনি। যেখানে ওজিল কাটান তার ক্যারিয়ারের সেরা সময়। কিন্তু ইনজুরির কারণে যখন আর্সেনালে জায়গা হারিয়ে ফেলেছিলেন ওজিল, তখনই নতুন শুরু আশায় ২০২১ সালে তুরস্কের ক্লাব ফেনারবাচেতে যোগ দেন এই জার্মান ফুটবলার। তবে সেখানেও তার সময়টা ভালো কাটেনি। এরপর যান বাসাকসেহিরে।

ইবাংলা/এইচআর /২৩ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us