টি-টোয়েন্টিতে এবার আইরিশ বধের অপেক্ষায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদকঃ

ইংল্যান্ড সিরিজ দিয়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহের দ্বিতীয় মেয়াদের পথচলা শুরু হয়েছে। টি ২০ ফরম্যাটে বাংলাদেশ যে মানসিকতায় খেলেছে সেটা অনেককেই অবাক করেছে। বিশ্ব চ্যাম্পিয়নদের ৩-০তে হোয়াইটওয়াশ করে সাকিব আল হাসানরা। ওয়ানডে সিরিজ শুরুর আগে আয়ারল্যান্ড ক্রিকেট দলকে ‘ভেরি ডেঞ্জারাস’ বলেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। প্রতিপক্ষকে হালকাভাবে না নিয়ে সমীহ করা ভালো। কিন্তু শক্তি, সামর্থ্যে, র‌্যাংকিংয়ে দীর্ঘ দূরত্বে থাকা দলকে নিয়ে এতোটা সিরিয়াস হবেন হাথুরুসিংহে তা বোঝার উপায় ছিল না। ওয়ানডে মিশন ২-০ ব্যবধানে জেতা হয়েছে। সামনে এবার টি-টোয়েন্টি মিশন।

Islami Bank

আরও পড়ুন… পারফরম্যান্সের কারণেই বাদ আফিফ, চেহারার কারণে নয়

এবারও কোচের লক্ষ্য এক, ‘আমরা একই ফল চাই যেটা ওয়ানডে সিরিজে পেয়েছি। নিজেদের ভেতরে সেই কথাই আলোচনা করেছি। আমরা একই প্রক্রিয়ায় মাঠে নামবো। আমরা ভালো দল। খেলোয়াড়দের থেকে একটাই চাওয়া, নিজেদের প্রক্রিয়ায় স্থির থাকা। দিনকে দিন এই উন্নতির পথ বাতলে দিতে চাই।’

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসার আগে উইকেট দেখেন হাথুরুসিংহে। কিন্তু খুব বেশি খুশি হতে পারেননি তা তার অবয়ব দেখে বোঝা গিয়েছিল। সংবাদ সম্মেলনে সোজাসাপ্টা বলেছেন, ‘উইকেটে দেখে মনে হয়েছে ফ্লাট। তবে আমাদের চাওয়া মতো ঘাস পাইনি। উইকেটের ঘাস না পাওয়ার কারণও আছে। কারণ প্রচুর ক্রিকেট খেলা হয়। আশা করছি ট্রু উইকেট হবে। তবে মনে হচ্ছে খুব বেশি গতি থাকবে না।’

one pherma

আরও পড়ুন… আয়ারল্যান্ড-বাংলাদেশ সিরিজের সর্বনিম্ন টিকিট ২০০ টাকা

দুই দলের টি-টোয়েন্টিতে লড়াইয়ে বাংলাদেশই এগিয়ে আছে। পাঁচ মুখোমুখিতে বাংলাদেশের জয় তিনটিতে। আয়ারল্যান্ডের একটিতে। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়ের পর আইরিশরা এ ফরম্যাটে বাংলাদেশকে আর হারাতে পারেনি। বাংলাদেশেকে হারানোর ১৪ বছরের অপেক্ষা তারা ফুরাতে পারে কিনা সেটাই দেখার।

ইবাংলা/এইচআর /২৭ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us