লিটনের রেকর্ড ফিফটিতে বাংলাদেশের সংগ্রহ ২০২

ক্রীড়া প্রতিবেদকঃ

বৃষ্টির কারণে ম্যাচ দৈর্ঘ্য কমে যায়। কার্টল ওভারে গড়ায় ম্যাচ। ১৭ ওভার তথা ১০২ বলে ব্যাটিং তাণ্ড চালিয়ে ২০২ রানের পাহাড় গড়ে বাংলাদেশ।এদিন পুরো ২০ ওভার খেলতে পারলে নিশ্চত রানের রেকর্ড গড়তে পারত টাইগাররা। কিন্তু বৃষ্টিতে ৩ ওভার কমে যাওয়া তা আর হয়নি। তারপরও কম করেনি বাংলাদেশ।

Islami Bank

আরও পড়ুন… আশরাফুলের দ্রুততম ফিফটির রেকর্ড ভাঙলেন লিটন

টস হেরে ব্যাট করতে নেমে তাণ্ডব দেখিয়েছেন লিটন দাস, রনি তালুকদার ও সাকিব আল হাসান। ওপেনিং জুটিতে লিটন ও রনি ৯.২ ওভারে ১২৪ রানের জুটি গড়েন। টি-২০ ফরম্যাটে নিজেদের দ্রুততম শতরানের এবং যেকোন উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি গড়েন তারা। লিটন ৪০ বলেই পৌঁছে গিয়েছিলেন ৮৩ রানে। সুযোগ ছিল বিধ্বংসী এক সেঞ্চুরির। কিন্তু ১৭ রানের জন্য তিন অংকের ম্যাজিক ফিগারটা ছুঁতে পারলেন না ডানহাতি এই ওপেনার। নিজের ভুলেই ফেরেন সাজঘরে। বেন হোয়াইটের ওয়াইড বল ব্যাটে লাগাতে গিয়ে উইকেটরক্ষকের ক্যাচ হন লিটন। ৪১ বলে ৮৩ রানের ঝোড়ো ইনিংসে হাঁকান ১০টি বাউন্ডারি আর ৩টি ছক্কা।

one pherma

এরপর সাকিব আল হাসান আর তরুণ তাওহিদ হৃদয়ের ২৯ বলে ৬১ রানের জুুটি। ইনিংসের এক বল বাকি থাকতে ১৩ বলে ২৪ করে আউট হন হৃদয়। ২৪ বলে ৩ চার আর ২ ছক্কায় ৩৮ রানে অপরাজিত ছিলেন সাকিব।

ইবাংলা/এইচআর/২৯ মার্চ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us