হাজারীবাগে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর হাজারীবাগ থানার কাজিরগাঁও এলাকায় একটি বাসা থেকে এক আব্দুল কাইয়ুম সম্রাট (২৩) নামে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

Islami Bank

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সাকিব-লিটনের রেকর্ডের দিনে বাংলাদেশের সিরিজ জয়

আব্দুল কাইয়ুমের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায়। বর্তমানে হাজারীবাগ কাজিরগাঁওয়ের একটি বাসায় পরিবারের সঙ্গে ভাড়ায় থাকতেন তিনি।

one pherma

নিহতের ভাই বিপ্লব বলেন, আমার ভাই পুরাতন মোবাইল ফোন কেনাবেচার ব্যবসা করে। আজকে তার কিস্তির টাকা দেওয়ার কথা ছিল। এ নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে বকাঝকা করলে মায়ের ওপর অভিমান করে ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর সমাধিতে ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের কন্ট্রোলারের শ্রদ্ধা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us