বাড্ডায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর বাড্ডার আফতাব নগরে পাইলিংয়ের কাজ করার সময় মাথায় পাইপ পড়ে একে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

Islami Bank

রোববার সকালের দিকে ঐ ঘটনায় গুরুতর আহত হন লালচান (৩০)। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের একজন সহকর্মী জানান, আজ সকালে পাইলিংয়ের কাজ করার সময় একটি পাইপ তার মাথার ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

one pherma

তিনি আরো বলেন, লালচানের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া থানার রুস্তাবলী গ্রামে। সে ঐ এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, হাসপাতালের জরুরি বিভাগের মর্গে মরদেহ রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us