দীর্ঘ প্রতীক্ষার পর বিভেদ ভুলে বৈঠক করেছেন ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। চীনের রাজধানী বেইজিংয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে করে ২০১৬ সালের পর প্রথমবারের মতো আলোচনা করলেন মধ্যপ্রাচ্যের এই দুই তিক্ত ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। চীনের মধ্যস্থতায় দীর্ঘ সাত বছরের বৈরিতার অবসান ঘটায় মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ ইরান ও সৌদি আরব।
আরও পড়ুন… বঙ্গবন্ধুকে নিয়ে জাপানি চিত্রকলা ‘মাঙ্গা’ কমিক বইয়ের মোড়ক উন্মোচন
এর আগে গত ১০ মার্চ বেইজিংয়ে বৈঠকে বসেন রিয়াদ ও তেহরানের কূটনীতিকরা। এতে মধ্যস্থতা করেন চীনের এক শীর্ষ কূটনীতিক। এর পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর হয়।
চীন ওই চুক্তি স্বাক্ষরের ঘটনাকে স্বাগত জানিয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের দ্রুত বৈঠকে বসার কথা। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার বৈঠকে বসছেন আবদুল্লাহিয়ান ও ফয়সাল বিন ফারহান।
আরও পড়ুন… নির্বাচনে ট্রাম্পের প্রার্থিতা ঠেকাতেই এই মামলা
এ ছাড়া চুক্তি স্বাক্ষরের দুই মাসের মধ্যে উভয় দেশের দূতাবাস ও কূটনৈতিক মিশন চালু করার কথা। বেইজিংয়ে চুক্তি স্বাক্ষরের পর বিগত তিন সপ্তাহে অন্তত তিন দফা টেলিফোনে কথা বলেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সর্বশেষ গত রোববার টেলিফোনে আলাপ করেন সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা। ওই সময় তারা দ্বিপক্ষীয় বৈঠকের ব্যাপারে কথা বলেন।
ইবাংলা/এইচআর/৬ এপ্রিল ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.