ঢাকার অধিকাংশ মার্কেট ঝুঁকিপূর্ণ: ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর জোন-১ এর উপসহকারী পরিচালক মোহাম্মদ বজলুর রশিদ বলেছেন, রাজধানী ঢাকার বেশিরভাগ মার্কেটেই ফায়ার সার্ভিসের নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি। শুধু গাউছিয়া নয়, অধিকাংশ মার্কেট কমবেশি ঝুঁকির মধ্যে রয়েছে।

Islami Bank

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর গাউছিয়া মার্কেটের অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: বঙ্গবাজারে পুলিশের ওপর হামলা: ৩০০ জনের বিরুদ্ধে মামলা

বজলুর রশিদ বলেন, বঙ্গবাজারে আগুনের সঙ্গে আমাদের এই পরিদর্শনের কোনো সম্পর্ক নেই। আমরা এখানে এসেছি নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে।

one pherma

তিনি বলেন, ঢাকা শহরের অনেক মার্কেট ও কাঁচাবাজার ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ঠাঁটারিবাজার, রাজধানী সুপার মার্কেট, নিউ মার্কেট, চকবাজারসহ বিভিন্ন জায়গা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রকৃতপক্ষে সব মার্কেটেই কিছু না কিছু ঝুঁকি রয়েছে। কারণ কেউ ফায়ার সার্ভিসের নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি। তাই আমাদের দৃষ্টিতে বেশির ভাগ মার্কেটই ঝুঁকিপূর্ণ। আমরা অনুরোধ করবো মার্কেটগুলোতে ফায়ার সার্ভিসের নির্দেশনা যেন শতভাগ বাস্তবায়ন করা হয়।

আরও পড়ুন: পদ্মা সেতু থেকে নয় মাসে আয় ৬০৩ কোটি টাকা

গাউছিয়া মার্কেটে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকাসহ বেশ কিছু ত্রুটি রয়েছে বলে জানিয়ে তিনি বলেন, গাউছিয়া মার্কেটে একটি সার্ভে করেছি। আগুন নির্বাপণ বা দুর্ঘটনার পর উদ্ধার অভিযান পরিচালনার জন্য যেসব সরঞ্জাম প্রয়োজন, এখানে তা পর্যাপ্ত নয়। পরিদর্শনে বিদ্যমান ঘাটতিগুলো সমাধানে সুপারিশ দ্রুতই মার্কেট নেতাদের কাছে দেওয়া হবে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us