ক্লাবের মালিকানা দিয়ে মেসিকে নিতে চায় ইন্টার মায়ামি

ক্রীড়াঙ্গন ডেস্কঃ

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার বাকি প্রায় ৩ মাস। কিন্তু লিওনেল মেসির দলবদল নিয়ে এখনই আলোচনা শুরু হয়ে গেছে। এরই মধ্যে বিশ্বকাপজয়ী মহাতারকার সামনে অবিশ্বাস্য টাকার বস্তা নিয়ে হাজির সৌদি ক্লাব আল-হিলাল। এদিকে আর্জেন্টাইন খুদে জাদুকরের সাবেক ক্লাব বার্সেলোনাও মেসিকে ফেরানোর ব্যাপারে আশাবাদী।

আরও পড়ুন… উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি নবায়ন করেননি মেসি। এই খবর ছড়ানোর অনেক আগে থেকেই মেসিকে দলে ভেড়াতে রীতিমতো উঠেপড়ে লেগেছে যুক্তরাষ্ট্রের সকার ক্লাব ইন্টার মিয়ামি। এ জন্য সকার লিগটির সবগুলো দল মিলে টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল মায়ামি। এবার মেসিকে পেতে বেতনের সাথে ক্লাবের মালিকানা দিয়ে দিয়ে চায় ক্লাবটি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএএস) ক্লাব ইন্টার মায়ামি গত কয়েক মৌসুম ধরে লিওনেল মেসিকে দলে টানার চেষ্টা করছে। বার্সেলোনার সাবেক এ অধিনায়ক চলতি মৌসুমে পিএসজিতে যোগ দেন। প্যারিসের ক্লাবটির সঙ্গে ৩৪ বছর বয়সী এই ফুটবলারের চুক্তি শেষ হবে ২০২৩ সালের জুনে।

আরও পড়ুন… আইরিশদের বিপক্ষে ৭ উইকেটে জয় বাংলাদেশের

পিএসজির সাথে চুক্তি শেষ হওয়ার পর তাকে দলে ভেড়াতে চায় সাবেক ফুটবলার ডেভিড বেকহ্যামের কেনা ফ্র্যাঞ্চাইজি ইন্টার মায়ামি। মেসিকে নিতে ফ্র্যাঞ্চাইজির ৩৫ শতাংশ মালিকানাও দিতে রাজি বেকহ্যামের ম্যানেজমেন্ট। তবে মেসিকে নিয়ে ইন্টার মায়ামির এমন দাবি উড়িয়ে দিয়েছে মেসির ম্যানেজমেন্ট। তারা জানিয়েছে দুই পক্ষের মধ্যে যোগাযোগ হলেও এখনও কোনো কিছুই চূড়ান্ত হয়নি।

ইবাংলা/এইচআর/৮ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us