ভেঙে গেল টেইলর সুইফটের ছয় বছরের সম্পর্ক

বিনোদন ডেস্কঃ

দীর্ঘ ছয় বছরের সম্পর্ক ভেঙে গেল মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও ব্রিটিশ অভিনেতা জো অ্যালনের। অর্ধযুগ চুটিয়ে প্রেম করেছেন টেইলর-অ্যালেন। ফলে কারও অজানা ছিল না তাদের হৃদয়ঘটিত সম্পর্কের কথা। হলিউড তারকা টম হিডেলস্টোনের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর জোয়ের সঙ্গে সম্পর্কে জড়ান টেইলর। তবে সম্পর্কের শুরুর দিকে লন্ডনে খুব গোপনেই দেখা করতেন দুজনে।

Islami Bank

আরও পড়ুন… বিভ্রান্তিকর বিজ্ঞাপনে কাজ করে বিপাকে নওয়াজ-উর্বশী!

জানা গেছে, ২০১৭ সালের জুনে প্রথম দেখা হয় টেলর সুইফট-জো অ্যালউইনের। সে সময় প্রথম একসঙ্গে ন্যাসভিলের এক বেলকনিতে বসে কফি পান করতে দেখা যায় এই প্রেমিকযুগলকে। এর প্রায় এক মাস পর নিউইয়র্কের রাস্তায় ঘুরে বেড়াতেও দেখা যায় দুজনকে।

one pherma

তবে টেইলর সুইফটের জীবনে প্রেম নতুন কোনো বিষয় না। এর আগেও জো জোনাস, টম হিডেলস্টোন, হ্যারি স্টাইলস, কনর কেনেডি ও জ্যাক গিলেনহলের সঙ্গে প্রেম করেছেন এই গায়িকা।

ইবাংলা/এইচআর/১০ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us