গ্যাস লাইন লিকেজ, একই পরিবারের ৬জন দগ্ধ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম নগরে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছে। আকবর শাহ থানার উত্তর কাট্টলীর সাবেক সিটি মেয়র এম এ মঞ্জুরের অফিসের পাশের একটি বাড়িতে সোমবার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

Islami Bank

আকবর শাহ থানার পরিদর্শক এম সাকের আহমদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্ধ ঘরে মশা মারার ব্যাট অন করার সময় গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে আগুন লেগে ওই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।

one pherma

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দগ্ধ ছয়জনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা এনামুল হক বলেন, ছয়তলা ভবনের একদম টপ ফ্লোরে এই বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরণের কারণ এখনই বলা যাচ্ছে না। এটা তদন্তসাপেক্ষ বিষয়।
ইই

Contact Us