পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন

নিজস্ব প্রতিবেদকঃ

রফতানিমুখী পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি সমন্বয়ের লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। এর মধ্যদিয়ে দীর্ঘসময় পর পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার (১১ এপ্রিল) নবগঠিত এই বোর্ডের সদস্যদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আরিফ।

Islami Bank

আরও পড়ুন… প্রতি কেজি রাসায়নিক সারের দাম ৫ টাকা বাড়লো

নিম্নতম মজুরি বোর্ড গঠনের বিষয়টি নিশ্চিত করে সোমবার গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া শেষ করেছে মন্ত্রণালয়। কমিটির সদস্যদের কাল (মঙ্গলবার) জানতে পারবেন।

one pherma

সাধারণ নিম্নতম মজুরি বোর্ড ছয় সদস্যের হয়ে থাকে। এরমধ্যে চার সদস্যের একটি স্থায়ী কমিটি রয়েছে। আর এর সঙ্গে যুক্ত হন মালিক ও শ্রমিকপক্ষের দুইজন প্রতিনিধি। সর্বশেষ ২০১৮ সালে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরির সুপারিশ করে মজুরি বোর্ড।

ইবাংলা/এইচআর/১১ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us